www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতীক্ষা

।।প্রতিক্ষা ।। ।। অলোক সরকার ।।

পাপিয়া! দাঁড়িয়ে আছি মোর
ঘরের আঙ্গিনায় লাল পলাশের তলে তোমারই প্রতিক্ষায়।
বহু বিনিদ্র রজনীর অবকাশ পেরিয়েও তুমি ফিরে এলে না স্পর্ধার প্রত্যয়ে
মাটির গন্ধে পা রেখে
মোর হৃদয় মন্দিরে।
অথচ পাপিয়া! তোমার চলে যাবার আভাষ দেওয়া রাঙ্গা উপহার গুলো
রেখেছি সংগোপনে মোর প্রেম-অনুভূতির
আল্লাদে ভরা মন মন্দিরের গর্ভগৃহে ।

পাপিয়া! অহর্নিশ কুরে কুরে খাওয়া আমার দুঃখ বেদনার প্রতিচ্ছবি গুলো মোর হলুদ উপত্যকায় উজাগরী
নিশা কাটিয়ে গোধূলির নৈশব্দতার
আলোয় যেন কান পেতে শোনে
তোমারই পদধ্বনি।

তোমার প্রেমের অমৃতময়তায় দেখেছিনু
স্বপ্ন ! বেঁচে থাকার......
বিহঙ্গের কলতানের ধূসর আভায় রাতের অবসানে গোলাপের প্রস্পফুটিত রামধেণু আঁকার মুহুর্তেই যেন হারিয়ে ফেললাম
মোর সকল আবেগিক সত্বাকে।

পাপিয়া! মোর লক্ষ্য ছিলো জীবনের বহুরঙ্গী গালিচা পার করে তোমায়
সাজিয়ে দেখার রজনীগন্ধার
ফুলের থোকায় অথবা মুক্তার মালায়।

কিন্তু আজ কাব্যিক কল্পনার
বাস্তবতায় নিথর হৃদয় হয়ে
রইলো মোর চিরসঙ্গী
তুমি তা জানতেও পারলে না....পাপিয়া..!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast