www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

থানচির মেয়ে

তার সাথে আমার কথা হলো থানচি বাজারে
সন্ধ্যার কিছু পরে, তাদের টং ঘরের পাশে, বাজারের
সর্বদক্ষিণের ছাউনীর নিচে বসে, সান্ধ্য আলোয়;
সেখান থেকে তাদের ঘরের ভিতরে দেখা যাচ্ছিল, যেখানে
উনুনের আগুনের লাল আভা মাঝে মাঝে উজ্জ্বল করে তুলছিল
লেখা পড়ায় ব্যস্ত ছোট ছোট কয়েকজন ভাই-বোন;
লেখা পড়ায় সে-ও কম নয়, দ্বাদশ পর্যন্ত পাঠ তার।
কিন্তু পেরে উঠছে না অর্থ কষ্টে, সেটাই ছিল মূল কথা।

মোদক থেকে সে ফিরেছে ক’দিন আগেই, এ বছর পায়নি
পছন্দের পাত্র, পাত্র সন্ধানে আবার একটি বছরের অপেক্ষা,
এখন তার দরকার একটি চাকরী অথবা উচ্চ শিক্ষার কড়ি।
তিন সমস্যার অাবর্তে ঘুরপাক খাওয়া এই তরুনী;
আজো বসে আছে মগজের চৌহদ্দীতে, তার জন্য কিছুই করতে
পারিনি; দুরতিক্রম্যতার জন্য।

অারশাদ:angel: ঢাকা
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast