www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইতস্তত পংক্তিমালা



সবুজ পাতায় সাজানো গাছের
মুকুটের রং বদলালো, চোখের সামনে
অথচ আমাদের মনের বদল হলো না
পড়ে আছি নোনা ধরা সময়ের চার দেয়ালে বন্দী।



ভোর হয়ে আসে, চোখের আলো নিভু নিভু
বুকের ভিতরে হৃদপিন্ডের কষ্টাতুর দাপাদাপি
তবু প্রত্যাশার প্রদীপ জ্বলতে থাকে
মানুষ যখন তখন ভাবতে পারে অনেক কিছু
আমি সময়ের কাছে সঁপেছি নিজের প্রাণ ঝাঁপি।

আরশাদ:alien: ০৬ নভেম্বর ২০১৫: আপনালয়
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কিন্তু মনকেও আরও সুউচ্চে উঠানো যায়...। এটাও একটা বড় চ্যালেঞ্জ। ভাল লাগলো ...
    • বিলম্বের জন্য দুঃখিত। আপনার কথা সঠিক। মনকে অবশ্যই পরিবর্তন করা যায়। কিন্তু কখনো সম্ভব হয় না। অনেক ধন্যবাদ কবি।
  • সুন্দর
  • অনেক ভাল লাগলো।
  • শমসের শেখ ০৭/১১/২০১৫
    ভাবনা সৃষ্টি করার মত কিছু লেখা
  • নির্ঝর ০৭/১১/২০১৫
    ভাল। আগে নিজেকে বদলান দরকার।
  • অভিষেক মিত্র ০৭/১১/২০১৫
    দারুন লাগল ইমাম দা।
  • সৈয়দ মহবুব-উল-আলম ০৭/১১/২০১৫
    আশা করি বদলাবে মানুষ সাথে মানসিকতাও....স্বচ্ছ চিন্তাধারার প্রকাশ । ভাল লিখা শুভকামনা রইল।
    • অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনার মন্তব্য ও ভাবনার জন্য। আপনার ভাবনা যেন সত্যে পর্যবসিত হয়, এটাই কাম্য। ভাল থাকুন। সত্য ও সুন্দরের সাথে থাকুন। আর থাকুন সাবধান ও নিরাপদ।
  • ঋজু কবি ০৬/১১/২০১৫
    খুব সুন্দর কবিতা । তারুণ্যে স্বাগত জানাই কবিবন্ধু ।
  • তারুণ্যে স্বাগত।
    • আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন আশারাখি। গতকাল মাত্র যোগ দিয়েছি আপনাদের সাথে।
 
Quantcast