www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিতা স্মরণে

পিতা তোমাকে মনে পড়ে
ক্ষীণ কিছু স্মৃতি
সহসা দুলে ওঠে
মনের ক্যানভাসে
এলোমেলো কিছু স্মৃতি
তোমার অস্পষ্ট মুখ
ধূসর কুয়াশায় ঘেরা
ভাবতে অবাক লাগে
পচিশটি বছর তুমি
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিলে জীবনে
কতো সুখ দুঃখ
হাসি কান্নায় ভরা দিন
আমরা কাটিয়েছি একসাথে
কতো মৌসুম এসে চলে গেছে
কতো ঘনঘোর ঝরের রাত
অসুখের নষ্ট প্রহরে
পেয়েছি তোমার স্নেহার্দ্র সাহচর্য
অবিচল প্রত্যয়ে তুমি বলেছিলে
ভয় পেয়ো না এতোটুক
এ আঁধার কেটে যাবে
সূর্য উঠবে ভোর হবে
ঠিকই তো সূর্য উঠেছিল
ভোর হয়েছিল
সব ভয় জড়তা ভুলে
তোমার অমল হাসিতে
দেখেছি আলোকিত পৃথিবী
কতো সুন্দর কতো মনোরম
সন্তানের মুগ্ধ চোখে
তুমি ছিলে ঈশ্বরের কাছাকাছি
পাহাড়সম দৃঢ় অটল
এক মহান পুরুষ
সেখানে তুমি দাঁড়িয়েছিলে
একা ও অপ্রতিদ্বন্দ্বী
পিতা তারপর হঠাৎ একদিন
সব ফেলে তুমি চলে গেলে
অনেকদূরের কোনও দেশে
আর ফিরে এলে না
আমরাও আর তোমার
অপেক্ষায় থাকিনি
তোমাকে ভুলে গেছি
বেমালুম ভুলে গেছি
মুছে দিয়েছি তোমার নাম
জীবনের খাতা থেকে
কারণ আমরা জানি তুমি
চিরতরে চলে গেছ
তুমি আর কখনওই ফিরবে না
রূপকথার বয়সও পেরিয়ে
এসেছি বহু আগে
তাই আমরা কেউ আজ আর
মিছিমিছি তোমার অপেক্ষায়
বসে থাকি না
পিতা এখানে জীবন সতত
জটিল এক অঙ্ক
কিছুতেই হিসেব মেলে না
যদি পার তবে আমাদের
তুমি ক্ষমা করে দিয়ো
তোমাকে নিয়ে আজ কোনও
আয়োজন নেই আমাদের
কোনও উৎসব নেই
তারপর একে একে তোমার
কতো জন্ম মৃত্যু তিথি
এসে চলে গেছে
ক্যালেন্ডারের পাতায় আজ আর
মার্কার পেনে গোল দাগ
দেই না কেউ
এমনকি একটা শুকনো
দীর্ঘশ্বাসও এখন মূল্যবান
হয়ে উঠেছে
পিতা আমাদের কাছে
তুমি আজ কেবলই
ক্ষীণ কিছু স্মৃতি
বড্ড ক্ষীণ কিছু স্মৃতি
আর কিছু নও
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast