www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবেকের সামনে দাঁড়াও

বাইরে ঝুম বৃষ্টি !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলা টিপে ধরতে হলো ।

তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !

ওই যে মেরুন রংয়ের
সালোয়ার-কামিজ পরা মেয়েটা
তার শিশুটিকে বর্ষাতি পরিয়ে...
নিজে ভিজে ভিজে পথ চলছে !
আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !

এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?

একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের ফটোটাই তুলতে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপ্রিয় হলেও সত্য। সুন্দর লেখা আপনার। বরাবরের মতই অনেক ভালো.............
  • suman ১৯/১০/২০১৩
    এক কথায় অনবদ্য ...
    • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
      এই যে, এসে, দেখে, পড়ে গেলেন...খুব আপ্লুত হলাম আপনার আন্তরিকতায় ।
      অনেক শুভকামনা জানাই আপনাকে ।
  • খুবই চমৎকার আপনার দৃষ্টি ভঙ্গি।আমরা যে পুরুষ শাসিত সমাজে এখনো অনেক কিছু থেকে বঞ্চিত তা এই কবিতা য় খুবই স্পষ্ট।যে বৃষ্টি তে নারী ধুয়ে দিতে পারত নিজেকে সেই বৃষ্টি এই সমাজে ধুয়ে দিচ্ছে নারীর সম্ভ্রম।আমরা আজ কত নিচ নেমে গেছি।ধন্যবাদ আপনার কবিতা র জন্য।শুভেচ্ছা এবং শুভকামনা।একটা কথা শেষের স্তবক টা বুঝতে পারলাম না।
    • আরজু নাসরিন পনি ১৯/১০/২০১৩
      'রন' একটা চরিত্রকে বোঝানো হয়েছে...যে বৃষ্টিতে ভেজা মা আর শিশুটিকে দেখে সেখানে ভেজা মাকে মা হিসেবে দেখেনি । দেখেছে তার নোংরা দৃষ্টিতে, যার কারণে সে বাচ্চাটির ছবি তোলার ছলে ভেজা শরীরের মায়ের ছবিটিই তুলে নিয়েছে ।
      কিন্তু 'রণ' জানে না যে, রন-র বোনও বৃষ্টিতে ভিজেই কোথাও যাচ্ছে...তার বোনের সাথেও একই ঘটনা ঘটতে পারে ।
      এটা শেষ স্তবকটার কথা মুলত ।
      খুব অনুপ্রাণিত মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা ।।
 
Quantcast