www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

থেকো বন্ধু জীবনভর।

♥বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের শেষ ।
প্রেম হলো অভিশাপের নাম
বন্ধুত্বে যখন অভিশাপ লাগে তখন প্রেম হয়
বিনাশ হয়
ধ্বংস হয়।

♥বন্ধুত্বের বাস সাগরে আর প্রেমের বাস পুকুরে ।
(এই লাইেনর আইডিয়া 'শেষের কবিতা' থেকে নেয়া ।)

♥ বুকের বাম অলিন্দে অনুভবে ভীড় করে রাখা খুব হাতে গোনা যে কয়জন মানুষকে সারা বছর যেই প্রিয় শব্দ, বাক্যগুলো বলা হয় না, বলতে পারি না অস্বস্তিতে... বন্ধু দিবসের নামে বিশেষ দিবসগুলোর উছিলায় এইতো সুযোগ !

♥ তাই সুযোগে বলেই ফেলি, বন্ধুত্ব হচ্ছে আয়নার মতো যেখানে নিজেকেই দেখতে পাওয়া যায়...

♥ বন্ধুত্ব হচ্ছে পরশ পাথরের মতো...

♥ জানি না তোমার বন্ধু হতে পেরেছি কি না...
কিন্তু হৃদয়ের অনুভবে তোমায় বন্ধু বলে মেনেছি পরম বিশ্বাসে।

♥ বন্ধুত্বের সম্পর্কে আমি কখনোই মৌসুমি পাখি হতে রাজি নই ।
বন্ধুত্বে সম্পর্ক জীবনব্যাপি ।

♥ বন্ধুত্ব হলো হাসতে হাসতে গালে পেটে ঘুষি মারার পর,
পেট চেপে ককিয়ে উঠার পর-
'দোস্ত, বুঝি নাইরে, তুই যে এমন তুলার শইলের...
মাফ কইরা দে দোস্ত...' এমন ।

♥ সত্যিকারের বন্ধুর কাছে অধিকার কখনো আশা করতে হয় না
সেটা এমনিতেই প্রতিষ্টিত হয়ে যায় ।

♥ সত্যিকার বন্ধুত্বে কোন সীমা থাকে না । যা থাকে তা অদৃশ্য, দেখা যায় না ।

♥ একজন বন্ধুর সাথে তাবৎ পৃথিবী শেয়ার করা যায়
যেটা শুধু বন্ধুর কাছেই সম্ভব ।
অন্য সম্পর্কগুলোতেই বরং হিসেব নিকেশ করে চলতে হয়
মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান
সবার কাছেই একটা নির্দিষ্ট সীমানায় যেয়ে ঠেকে যেতে হয়
আর জাগতিক প্রেম প্রীতি...সেই সব সর্ম্পকের অশান্তির কথা না হয় নাই বললাম ।

♥ ছিল না আবেগের আতিশয্য
ছিল না কথার চাতুর্য
ছিল না দেখা দেখি
ছিল না বাড়াবাড়ি
তবুও, সেটা ছিল বন্ধুত্ব ।।

♥ বন্ধু সেই যার সাথে কোন লুকোচুরি নয়, কোন গোপনীয়তা নয়...স্বচ্ছ কাচের মতো...একজন আরেকজনের ভেতরটা দেখতে পারে পুরোপুরিই । সেই আসল বন্ধু ।


বন্ধু সমীপে-উৎসর্গীকৃত
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • suman ১৯/১০/২০১৩
    দারুণ লেখা ...আমার একটি কথা ছিলো ...আমার বন্ধু ভাগ্যকে আমি ঈর্ষা করি ...কিন্তু দূর্ভাগ্য এই যে বিভিন্ন কারনে বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারি না ...এক অপরাধবোধ কাজ করে ...ভীষন ভালো বন্ধুদের হারিয়ে ফেলি যোগাযোগের সীমাবদ্ধতার কারনে...তবে যে কেউ আমাদের বন্ধু হয়ে উঠতে পারে যদি অপর পক্ষ থেকে অনুরুপ unconditional approach থাকে ...আমার আর একটি প্রশ্ন বন্ধুত্বের সম্পর্কে কি কোনো চাওয়া-পাওয়া থাকে না ...?
    • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
      আপনার লেখায় আমার একটা মন্তব্যের জবাবে আপনার অনুসারী হয়েছিলাম...সত্যিই আপনি অনেক সুন্দর করে বলেন...মতামত প্রকাশ করেন...বন্ধুত্বে ...চাওয়া তো থাকেই...সেটা অবশ্য অপ্রকাশ্য থাকে...অন্য সব সম্পর্কে যেমন দেনা-পাওনার হিসেবটাতে কাড়াকাড়ি থাকে বন্ধুত্বে তেমনটি থাকে না বলেই মনে করি ।
      পাঠে এবং মন্তব্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।
      • suman ২০/১০/২০১৩
        সুচিন্তিত উত্তর পেলাম ...ভালো থাকবেন ...সাথে থাকবেন...
  • চমৎকার একটিি লেখা উপহার দিলেন।সত্যিই অসাধারণ আপনার বন্ধুত্বের ভাবনা।অসম্ভব সুন্দর সাবলীল বর্ননা বন্ধুত্বের যে বৈশিষ্ট্য আপনি তুলে এনেছেন লেখায় তা খুবই ভালো লাগলো।আপনার লেখা পড়ে বন্ধুত্বের নতুন ব্যাখ্যা পেলাম।ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
    • আরজু নাসরিন পনি ১৯/১০/২০১৩
      বন্ধুত্বে যা বিশ্বাস করি তাই বলার চেষ্টা করেছি ।
      আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো সাখাওয়াৎ ।
      মন্তব্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।।
 
Quantcast