www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদেশিনী চোখ

ভারত মহাসাগর এর উদ্বেল ঢেউ-
নীল সবুজের সংমিশ্রণে,
অচেনা এক রঙ|
তোমার দেহসৌষ্ঠব,উষ্ন আবেদন,
ঢেউ এর তোলপাড় এ ধাকা পরে যায়;
গোলাপী দুই ঠোটের থেকে ভেসে আসা
ভাঙা ভাঙা বিদেশি ভাষা,
উষ্ন নিশ্সাসে আর আলতো চুম্বনে,
শরীর আজ দাবি করে তোমাকে|
মন দিয়ে দেখি, সমুদ্রের মতো
তোমার চোখেও নীল সবুজের
অবাধ নিয়ম ভাঙার খেলা|
বশ করতে পারে তোমার ওই এলো চুল
আর নির্মল হাসির সাথে ভেসে আসা-
Chewing Gum- এর গন্ধটা|
পারে ভাঙা ঢেউ এর মতো
হঠাৎ এলে তুমি,
সিক্ত করতে শরীরটাকে,
আবার ফিরতি টানে চলে গেলে;
হারিয়ে গেলে অতলে, অসীমে|
পারে দাড়িয়ে আমি, অবিন্যস্ত অনুভূতি-
আর বাড়িয়ে রাখা খোলা হাত দুটো নিয়ে|
ফিরে দেখতে চাই আবার তোমায়,
পেতে চাই ওই গোলাপী ঠোঁটের ছোয়া
আর ওই মোহিনী বিদেশিনী চোখ||
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে. পাল ১১/১২/২০১৭
    Valo
  • বেশ।
 
Quantcast