www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোরের এখনো অনেকটাই তো বাকি

ফুলের মতো তুলতে হলো আলো
ভোরের এখনো অনেক বাকি
প্রদীপ জ্বলে কারো চোখের জলে
অনেক রঙের গোপন কথা -
সব এখুনি জেনে গেলে নাকি?

ভোরের এখনো অনেকটাই তো বাকি।

ঠিক ভালোলাগা না,
ঠিক প্রেমও না।
মাঝামাঝি কোথায় দাঁড়িয়ে
কিছু তার খুঁজে পেয়ে
কিছুটা তার হারিয়ে -
মুখোমুখি খুব চুপচাপ দাঁড়িয়ে।

অদৃশ্য সব পর্দাগুলো
হালকা করে সরিয়ে।
মুখোমুখি দাঁড়িয়ে।

শব্দগুলোর সব সীমানা ছাড়িয়ে।
ভাষা হারায় ঠিকই - মানি।
হারায় না ভাষার মানে - মানো?

সেই ফেলে আসা ফুলের মতো,
পাতার যতো ফিরে আসা।
কিসের টানে?

কিসের সুর হালকা বাজে
ভোরের আলোর আগেই -
কোন গানে?

জীবন পটে আঁকা কোন ছবির
সময়গুলো এই নিশুতি রাতের
মতোই এমন একাকী?

অনেক রঙের গোপন কথা -
সব এখুনি জেনে গেলে নাকি?

ভোরের এখনো অনেকটাই তো বাকি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast