www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন ঘড়ি

জীবন ঘড়ি
><<>>>><<<
মোঃ আব্দুল্লাহ আল মামুন
><<<<<<
স্থান -কাল-পাত্রভেদে
কেউ গোলাম ,কেউ মালিক হয় ।
কেউ হুকুম পালন করেই জীবন শেষ করে।
কেউ হুকুম করে যারে তারে।।
কেউ হাকিম সেজে হুকুম করেন ।
বাদশা সাজে অন্যের রাজত্বে।
কারো জীবন আটকে থাকে দাসত্বে
এই দুনিয়ায় সেই হাকিম।
যে হুকুম করতে জানে।
শত লাঠি , শত মাথা তাকেই মানে।
মহান ব্যক্তি বলে তাকেই জানে।
যে গোলাম সাজে
দুনিয়া নাহি বুঝে ,
সেতো অধম ।
খেটে খেটে দেহ থেকে যায় তার দম।
হও তুমি নারী ,বা পুরুষ।
যতক্ষন না ফিরবে আপনার হুঁশ।
ততক্ষণ তোমাকে হতে হবে পরাধীন গোলাম।
মনে মনে বলতে হবে কি পেলাম ।
জীবন থেকে কী পেলাম?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast