www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের রাজনীনিতি

সকল প্রকার তন্ত্রের মূল মন্ত্র হল ক্ষমতা, গদি আর নেতৃত্বের প্রবল লোভ। হউক না সেই তন্ত্রের নাম রাজতন্ত্র বা প্রজাতন্ত্র, একনায়কতন্ত্র বা শাসনতন্ত্র, অথবা আমাদের সবার প্রিয় গনতন্ত্র। সকল তন্ত্রেই নেতাদের কিছু উদ্দেশ্য থাকে আর এই উদ্দেশ্য হাসিল করতেই প্রত্যেক নেতা চান গদিতে তাদের সময়কাল দীর্ঘায়িত করতে। আর এই সকল তন্ত্রকে তারা তাদের উদ্দেশ্য হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করে। আর এসকল নানা প্রকার তন্ত্রের মধ্যে পার্থক্য করা বস্তু। কিভাবে?? হ্যাঁ একটি পালিত কুকুরকে যেভাবে তার মালিক বিস্কুট আর ফেন খাইয়ে তার বাড়ি পাহাড়া দেওয়ার কাজটা সারিয়ে নেয় ঠিক সেই রকম।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৯২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast