www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষনিকের ধনী

ক্ষনিকের ধনী

আব্দুল মান্নান মল্লিক

ক্ষনিক আগে ছিলাম আমি, গ্রামের এক দুঃখী।
কপাল জোরে হয়েছি আজ, সবার উপর সুখী।।
অনেক কষ্টে সংসার গড়ে , স্বপ্ন হল পাকা।
ডানে, বামে, চারি-দিকে, টাকা আর টাকা।।
পুকুর ভরা মৎস চাষ, বাগান ভরা আম।
শস্য ক্ষেতের মাঝে মাঝে, কাঁঠাল সহ জাম।।
দূরের মাঠে আছে অনেক, ধানের জমি সব।
গোপাল পুরের মাঠে শুধু , গমের সাথে যব।।
আইরি ক্ষেতের পাশে বোনা, মুসুরি আর ছোলা।
কাটার পরে ভরবে আমার, যত আছে গোলা।।
গোয়াল ভরা গাভীর পাল, লালচে, কাল, সাদা।
রাখাল আছে বড়ই ভাল, ডাকতো সবে হাঁদা।।
গাঁয়ের মোড়ল, করে মুকে, গাঁয়ের লোক-জনে।
মাটিতে মোর পা পড়ে না, গরম ধরে মনে।।
বিচার আচার করি ভাল, ন্যায় বা অন্যায়।
সবাই বলে ন্যায্য বিচার, সন্দেহ নাই তাই।।
আম বাগানে গিয়ে দেখি, পাড়ার এক ছোঁড়া।
আমায় দেখে ভয়েতে তার, চক্ষু ছানা-বড়া।।
রাগের মাথায় সইতে নারি, দিলাম কষে চড়।
মাটিয় পড়ে পাড়ার ছোঁড়া, করছে ধড়-ফড়।।
চড়টি খেয়ে চিৎকার করে, পাশের ছোট্ট খোকা।
নিজের হাতে ছেলে প্রহৃত, হলাম মস্ত বোকা।।
কোথায় গেল জমিদারি, কোথায় গেল টাকা?
ঘুম ভাঙতেই চেয়ে দেখি, যেমনটি ছিলাম ফাঁকা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ২৯/০৪/২০১৫
    চমৎকার
  • রক্তিম ২৮/০৪/২০১৫
    বাহ । ভাগ্যিস স্বপ্ন ছিল ।
  • সবুজ আহমেদ কক্স ২৮/০৪/২০১৫
    দারুন লিখা
  • আবিদ আল আহসান ২৭/০৪/২০১৫
    সুন্দর হয়েছে
 
Quantcast