www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বর্গপূণ্য

স্বর্গপূণ্য
আব্দুল কাদির মিয়া
================
ভুল অন্তরে যার চরণধূলি
মাখলে শিরে ভক্তি তুলি,
তাঁর অন্তরে হাসলো ওরে-
ধূলায় শুধু মল।

হৃদয় যারে ভাবান্তরে-
আপন হৃদয় চিনলো তাঁরে,
তৃষ্ণা কি আর মরণ ডাকে?
সেথা থাকতে পরাণ জল।

হাসলিনা আজ চোখের কোণে-
উঠলো পানি সুখ বিহনে,
ঠকবাজারে নন্দ উতরা-
তাঁর মজলো উতল ঢেউ।

ঘরমাল্লা তাঁর নেই সহাজোর,
আছে নান্দনিকে-
মলিন মধুর,
তাইতো পাওয়ার-
সাধ ভরেনা,
পিছু পড়ছে স্মরণ কেউ।

যে ঐ ছিলো এক পদ্ম ফুটা-
এই ভাগ্যটাকে দিচ্ছে খোঁটা,
তাই মন অন্তর আজ স্বর্গভুলা-
চায় জোষণ ভর-
তোলক তোলা,
আজ ভক্তিতে নেই-
চিত্তাকর্ষক,
চরণধূলি শুধুই মলা।

যারই নাথ পূজ্যতেই ভুবন স্বর্গ-
সহায় শ্মশান নাহয় ক্ষুণ্ণ,
তাঁর সেবাতেই পায়ের ধূলি-
অন্তজীবন স্বর্গ পূণ্য।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast