www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শোকার্ত মলির স্বপ্ন

শোকার্ত মলির স্বপ্ন
আব্দুল কাদির মিয়া
==============
আমি রাখবো তোরে
হৃদয় ঘরে,
বাসবো ভালো জনম ভরে,
সুন্দরে তোর দুচোখ ভরে-
দেখবো ঢেলে প্রাণ।

আর দু-চারটা দিন যাকনা বয়ে-
আসছি আমি থাকনা সয়ে,
ঐ পলন চকের সর্ষে খেতের-
তোর চাওয়াটা লইয়ে।

ফুলে ফুলে উঠছে ভরে-
প্রজাপতিরা উড়ছে ঘোরে,
ভাটির বিকেল হিম কুহাতে-
হাত দেখালি চোখের ভাষায়,
তোর সখের ঐ চুড়ি।

এইতো কিনে এনেছি আমি-
চাইলি যেমন তাঁর চেয়েও দামি,
পলতোলা ঐ কাঁচের তৈরি-
ঠিক সে বেলুয়ারি।

দুল জোড়া আছে ধরা-
দামাদামি সবই করা,
সে তাই-
তিন জনের কাজ-
কি আর তেমন,
ধরছি এবার একা।

একশো পাথি দুইশো দরে-
তিনশো পাথির দাম,
এইতো আমার বুকের স্বপন-
কিরে হাসনা মলি,
ধর হয়েই গেলো কাম।

এই জল পাড়ে তুই যাসনে একা-
সন্ধ্যা দুপুর কালে,
ঐ চন্ডি বালার শেওড়া তলে-
কে হাসে খিল খিলে।

ঐ শেওলা জলের পদ্ম ফুটা-
আমিই দিবো এনে,
তুই থাকবি পাড়ে নীল সাদাটা-
বলবি গানে গানে।

এই শুকনো মুখি,
তুই খাসনি বুঝি ঘুমের তাড়ায়-
রাতের খাবার কাল?
আমার ভাবনা চোখে-
তাই দেখে সব,
রাত কেটে সকাল।

কিরে তুই দাঁড়িয়ে বুঝি-
থাকিস আমার-
হয়তো চিঠি আসে,
তাই ডাক পিয়নের-
পথ চেয়ে রোজ,
অরুণ তালের পাশে।

মলি-
আমার কথা রাখবি মনে,
অনেক যতন করে,
ঐ আসছে কাঁধের মাচা-
আমায় রাখতে নিশির ঘরে।

আমি চাইনা যেতে-
কেউ শোনেনা,
ওরা সবাই পরে,
বলে মরে গেছি আমি-
পাষাণ খাটা-
অন্তহীনা জ্বরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast