www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ষড় ভ্রান্তে মুসাফির

ষড় ভ্রান্তে মুসাফির
আব্দুল কাদির মিয়া
============
এতো ঝড় শুধু অগ্নি ঝরে
বৃষ্টির চোখে কতো জল,
ওরা বর্ষিত হতে চাহে-
হৃদ পাথরের বুকে আজ,
শোকের গহনা পড়ে-
মাতুমের পড়ে তাজ,
ওরা নির্বাক বিবেকের নির্বাক,
কেন শান্ত মোহনায় আজই-
চক্রের গড়া কল,
অবিরল অবিরল-
কেন বলনা তোরা বল।

ঐ কাঁপছে ভুবন কাঁপছে ধরা-
খেদে ঠুকছে মাথা বাতাস উড়া,
জল তরঙ্গে শোন পেতে কান-
সেই করুন রাগিন ধারে।

মল বাজছে আজই-
পাগল সুরে,
তাল বেতালে শোঁ শোঁ ধরে-
এ কোন অমাবস্যা শশির-
ছাই কালো মেঘ বদন হাসি,
নিঠুর স্নিগ্ধ অতল রোদন-
সেতো পিদিম জোয়ার হরে।

আমি যাই চলে-
ঐ আপন ছেড়ে,
যার তরে এই জগৎ বেড়ে,
জীবন যৌবন ভস্মিত ছাই-
এই নিখিল চরণ তল।

সব ঢেলে সব উজার করে,
তবু পেলামনা ঠাঁই-
নিঠুর বলে,
ওরা মলছে পিষে পদতলে-
আমার চোখের জল,
কেন বলনা তোরা বল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast