www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেহের কাকুতি নহে মায়া মৃত্যু

দেহের কাকুতি নহে মায়া মৃত্যু
আব্দুল কাদির মিয়া
=====================
হাসিলো কানন উঠেছে ভরে
পুষ্প পরাগ রেণু,
দোলে ঝির ঝিরে,
মৃদু হাওয়া প্রভাতের মৌ মৌ।

সুরভী সে উড়ে উড়ে-
ভ্রোমরের প্রাণ জুডে,
গুন গুনে উঠে সুর-
ডাকে বউ।

বউ কথা কও এইসে ধরা,
সুন্দরে আছে ভরে-
রোশনা ছড়া,
হেন কাল আজও তেন-
রুপ মনোহরে।

তুমি কোন সে ব্যাথার-
ঈর্ষা ধারে,
মৃত্যু ডাকো নিজ-
আমায় ছেড়ে,
হৃদয় মিনতি তোমায়-
ভালোবেসো মোরে।

তোমারই নয়নে চেয়ে-
এইতো জনম বেয়ে,
সাজিয়েছি ভালোবেসে-
তোমার চরণের তরী।

কত শোকের দহনে পুড়ে,
দুঃখের গহনা পড়ে,
হাসিনি যদিও কিছু-
ফেলিনি চোখের জল।

আছো নিশ্বাসে তুমি-
ধমনীতে মিশে,
আছো বিশ্বাসে এক-
মৃত্যুর পাশে,
জগতের নিষ্ঠুর-
প্রেম পরিহাস।

করে অতৃপ্তির প্রহাসের ঘৃণা,
ফেলে স্বার্থের ঘাত ভ্রুকুঞ্চিত-
তিক্ততার থুক,
আর নাহিবা চাহে এই-
নিন্দিত মুখ।

তবু আমিই আছি তোমার-
রবো চির পাশে,
আমিই তোমার প্রেম-
যাবো ভালোবেসে,
আমারি হৃদয় তুমি-
রেখো বুকে বল,
ঘুরে দাঁড়াও শ্বাস টানো নির্মল।

এই সে ভবের মায়া-
কেউ সে রুপের ছায়া,
কেউ ধরে চিত্তের হীরামন।

যেথা প্রেমের স্বর্গ শুধা,
নেই মলে শুধু ক্ষুধা-
অথৈ ফুরাবে প্রেয়স,
কিবা তাঁর সেই মুখ-
চিত্ত হারিণী।

সেথা মৃত্যু কি তোমার-
নয় সে দৈত্য রাক্ষুসে-
ছল মায়াকল?

আর মৃত্যু নহে এক-
ঘুরে দাঁড়াও শ্বাস টানো নির্মল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast