www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলো সে আমায় (তৃতীয় খন্ড)

বলো সে আমায় (তৃতীয় খন্ড)
আব্দুল কাদির মিয়া
====================
মরণ জিতে অল্প না অবিরল
সন্তানের তরে-
মা সতীর জীবন দান।

বিশ্ব রথে তাঁর দৃশ্যতে-
আর আছে কি অন্য এক?

যে দিন জননীর ঊষার আলো,
সন্ধ্যে ঘনে শেষ মরিলো,
সেতো সন্তান হারা শোকেতে-
কভু করেছে মৃত্যু পান?

পায়ের ধূলিতে যার রুদ্ধ করে-
সাত নরকের দ্বার।
ভক্তে মিলে সোনার স্বর্গ খানি-
অদৃশ্য সেতু আর-
কালো আগুনের নদী করে পাড়।

তুল্য না আছে আর অন্য কিছু,
পূণ্য যদিও হয় গহীন সাগরের জল।

রোদন ডাকিলো যে-
মা সতীর মনে,
সে পুণ্যের দানে-
ভাটায় শূন্য মিলে তাঁর ফল।

হে শক্তির মনশা-
আমার ইচ্ছে জাগে,
জানিতে তোমার বার বার,
যার মরণেরও পিছু দেখি-
স্বর্গীয় বিধি।

তবে করুণার জোয়ারে কিছু-
ডুবালো যদি,
তোমার কৃপাতে-
ভুল দন্ড প্রহার,
মা সতী যে-
লাঘবে মিলিবে তো পাড়?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast