www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলো সে আমায় (দ্বিতীয় খন্ড)

বলো সে আমায় (দ্বিতীয় খন্ড)
আব্দুল কাদির মিয়া
====================
জানিতে আমায় যদি প্রশ্ন করে
চেয়েছো জীবনে তুমি-
যত করে যারে,
নিখুঁতে আজও সেই-
পেলে কি তাঁরে?

এমন করে আমি-
বলবো না তা?
আমার মনে রবীর স্বচ্ছ আকাশে-
কালো বাদলের ঝড়া,
নেমে সে কদাকারে-
যদিও আমায় ডুবালো পরে,
সিন্ধু সেঁচে মুক্তা পেয়ে ভুলেছি আমি-
হারানো আশার সেই-
পিপাসার খরা।

অজানা সেই আমার-
সঞ্চিত নিয়তির চাওয়া,
সেও সুন্দর তোমার রক্ষিত জানি।

এলে সময়ের কূলে শুভ কি বিফলে,
আমি চাই বা না চাই-
সে ফিরিয়ে পাওয়া শুধু-
ভাগ্যটাই ফলে গেল মানি।

সিস্ফলা তাল ভিটা-
দীঘলে কুড়ি বছর পরে,
দুই সতিনের ঘর খানি সে-
ভাঙলো সাগর ঝড়ে।

শোক আদরে তালের কোলে-
আঁচল চেপে মুখে,
গুমরে কাঁদে জননী যে-
বংশ নাই তাঁর দুঃখে।

নিস্ফলা সে সতিন কাঁদে,
চালা পালার বজ্র গাদে শ্মশানি তুই বলে।

কত চৈতী গেলো চলে-
ফলেনা তাল নিপাতে গেলে,
আমার হাত কুড়ালি কাইড়া নিলি-
সে তোর কোলের ছেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast