www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবই অসার- সাঁই ই সাঁই

সবই অসার-
সাঁই ই সাঁই।
আব্দুল কাদির মিয়া
============
জনম ব্যথিত হৃদয় তবু কিছু সুখ
এই যেন পেলো খুঁজে-
ভুলিতে সে দুঃখ।

দিন দিন প্রতিদিন যায় কেটে মাস-
এমনিতে গেলো সবই জীবন উদাস।

খরার মরুতে যেন এক বৃক্ষের ছায়া-
তাঁরই তরে মহাধন-
সেতো কুলীনের মায়া।

বিদ্যা বলয়ে শত জহরির বেশে।
পেলো যত খুঁজে ঝুলি,
তবু নাহি ভরে শেষে।

অথৈ দেমাগি নদীর গহিনের জলে-
দেখিয়া অকূল সাগর নিজেকে সে বলে,
ঐ জিভের রসেতে যদি হতো তিল ঠাঁই,
শত ধন্য জীবন আমার,
কিছু আর নাহি চাই।

সুরুজ জাগিয়া বলে আমি পৃথিবীর ঘরে-
অপরুপ ঝলমলে তবু নড়বড়ে।

সন্ধ্যা নামের এক সেই আধুকালো-
কেড়ে নিয়ে যায় আমার সবগুলো আলো।

রাত বলে নই আমি একা দুই ভাই-
দিন ছাড়া পৃথিবীতে আমার আর কেহ নাই।

এবার পৃথিবী শুনিয়া সবই সকলের কথা-
বলে আমি কাকে বলিবো হে-
আমার হৃদয়ের কথা?

নাহি ছিলো জল ও মাটি-
নাহি জনবল,
দিন-রাত ছিলো নাহি আকাশও বিফল।

সুরুজ ও আলোর সাথে দিবসের মিল-
নাহি ছিলো চাঁদ ও তারা-
সবইযে অমিল।

আমি যে পৃথিবী আজই-
আছি নামে খাঁড়া,
সেই নামের পরিচয় ও ছিলো মূল হারা।

আজই মোরা সবে আছি-
যারই তরে ভাই-
সেতো ছিলো যে আগেও একা-
পরেও রবে সে একা,
শুধু সেতো একাবিনে তাঁর,
আর কেহ নাই।

মোদের জন আছে প্রাণও আছে-
তবু বলি নাই-
যার জন ও প্রাণ কিছুই নাই,
তবু যে সে সাঁই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast