www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্তীম সাধ

অন্তীম সাধ
আব্দুল কাদির মিয়া
===========
হয়তো একদিন আসিবো আমি পড়ার টেবিলে ছড়ায়-
নবীন হয়ে তোমাদের ঘরে হঠাৎ করে।
হয়তো আমি রইবো না সেই দিন তোমাদের ধারে,
চিরতরে।

আমার লিখন ছড়া হয়তো বাছা কাঁদাবে তোমায় সেই দিন।
দুঃখ রেখোনা ক্ষমা করে দিও তাই,
গুরুজনের বেত্রাঘাতে তোমারই পাঠেতে তাহা পারিবেনা বিদ্যালয়ে যেই দিন।

শোধ নিতে তাঁর মিনতি করি,
বর্ষ শেষে পারিবার তরে উদার মনে উন্নত শিরে তুমি হাসিবে যেই দিন।
আমি কাঁদিবো একাকি নিবিড় আড়ালে তোমার অজান্তে তোমারই খুশিতে সেই দিন।

বসন্তের এইদিন কোকিলের কুহু সুরে,
সুশীলা বাতাস বয়ে হয়তো আসিবে যখন শত বৎসর পরে।
তবুও আমি আসিবো সেইদিন মোর ছড়ায়।
নববর্ষের নবীন বরন উৎসবে,
তোমাদের ধারে।
হঠাৎ করে হয়তো আমি রইবো না সেইদিন চিরতরে।

যেইদিন মোর সমাধির পাশে দাঁড়িয়ে তুমি,
কেঁদে কেঁদে বলিবে হে কবি-
তোমারই লিখন যাহা-
কভু নয় মিথ্যে তাহা,
আমি হাসিবো সেইদিন বহু শোক তাপে।

বলিবো তোমায় লিখন যে মোর আরও অধিক ছিলো-
বাকি রহিলো যে তাঁরই সবই।
অন্তীম ইচ্ছের শোক ভুলাতে বাছা,
সেইদিন ছিটিওনা আমার স্মৃতিতে কোনো ফুল।

বেদনার জ্বালা ঘুমিয়েছে যাহা,
তাহা জাগিয়োনা আর এমনি করিয়া ভুল।
আকাঙ্ক্ষা মোর মিটাবে যদি দরদে করিও তাহা।
আমারই হয়ে লিখিও সেইদিন তুমি মানুষের তরে,
আমি লিখিতে পারিনি যাহা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast