www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে ভাসা বন

হে ভাসা বন
আব্দুল কাদির মিয়া
===========
হে ভাসা বন
যাচ্ছো কোথায়?
এই পল্লী গাঁয়ের খালে-
উঁচু পাড় ঘেষা পথ নিচু ধরে-
ঝির ঝিরে স্রোতের তালে?

যেথা থোকায় থোকায় শিম লাউয়েরা-
দুলছে পাড়ের ঝারে,
সেথা লাল পালং পুঁই শাকের সনে-
বলছো কথা ভিড়ে।

তোমায় ডাকলো আবার-
কেউ যেন সেই ভাটির তাড়া করে,
তুমি তাই বলে ঠেক ছাড়লে ছুটে-
আবার ভাসলে কিছু জোরে।

আমার প্রভাত পায়ের চলা-
মহিষা সুরের এই নিরালা-
সেই শিশির ঝরা ক্ষনে-
ঐ সুখ গড়ানো মায়ার স্মৃতি,
কারলো হৃদয় বাঁধলো প্রিতি,
সেই মুগ্ধ ঝরা মেঘের ছড়া যেন-
উঠলো চোখের কোনে।

এবার মনের দ্বোরে ডাকছে কুকিল-
বসন্ত গান গেয়ে,
তাঁর একটু দূরেই দেখছি-
শিমুল এপাড় ওপাড় ছুঁয়ে-
এক দল বাধা বল জারুল তেঁতুল,
ওরা দুকুল আছে বেয়ে।

হে ভাসাবন আর কত দূর-
দিবে গো তুমি পাড়ি?

নেই কি তোমার একটু ও ঠাঁই?
না হউক না ঘর বাড়ি।

তবে কি আর আমি বলবো তোমায়-
সেই আমার পারের গতি,
আছে ঘর বাড়ি সেই তারায় ফুটা-
যার শেষ পারিহীন জ্যোতি।

হে ভাসা বন তুমি-
থেকো গো ভালো,
যেখানেই না থাকো।
আমি যাই চলে ভাই-
চলার পথে,
আমায় একটু মনে রেখো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast