www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জেকের

জেকের
আব্দুল কাদির মিয়া
===========
মৃত্যু গুলো বৃষ্টি হয়ে
যেন করলো জমিন চাষ।
এবার ফলছে ফসল অধিক মৃত্যু-
সেই বীজগুলো নর ত্রাস।
ঐ হৃদয় ঘেরা বদের খবিশ-
লোভের দাপট ছেড়ে,
ওদের কর্ম খেয়াল চক্র নেড়ে,
মরণ জালের বেড়ে।
ফাঁদ পাতে ঐ চলার পথে-
কিবা নিশির অন্য খাতে,
নয়তো জালিম কলম মুখে,
রোষের অনল ছেড়ে।
ওদের কেউ বনিয়া রণের গাজী-
কেউবা সমাজ সাঁই,
কেউ পরের ধন লুটে পুটে,
ত্রাসের বড় ভাই।
ওদের পালের বহর গর্দানে ডোর-
বাঁধা মুঠোয় ভরে,
দেয় ছাড়িয়া রাত কি দিনে,
ওরা তাঁর ভোগের শিকার ধরে।
ভয় কি ওদের জয় করিতে-
বড় ভাই সালামি পেলে?
কাতার ধরা রক্ত গড়া,
খুনের খেলা খেলে?
আজ প্রশ্ন জাগে ভাবনা ঘিরে-
বিজ্ঞানের কল কাঠি নেড়ে,
ঘরে বসে সব দেখি ও শুনি,
এই পৃথিবী জুড়ে।
ঘটছে যাহা ঘটবে যাহা-
বৃষ্টি খরার মাত্রা তাহা,
গর্ভে ধারন রক্ত জমাট,
শিশুর পরিচয়।
মৃত্যু মুখি শত পিড়ায়-
যার প্রয়োগে আরোগ্য পায়,
সেখানে ও ভাবনাতে পাই,
বিজ্ঞানের বিজয়।
তবে হৃদয় কালোর নেই কি ভালো-
মৃত্যু গুলোর তরে?
যাহা এই পৃথিবীর আকাশ বাতাস-
কাঁদছে খুনের ডরে।
এবার সাক্ষী দিলো-
মহা বিজ্ঞান পাক কুরআনের বানী,
শুধু প্রভুর জিকির করলে হৃদয়,
হয় বলে নূরানী।
তবেই থাকবেনা আর-
রক্ত ঝরা বদের সুরা-
দেশ ও জাতির তরে,
যেন সোনায় গড়া এই পৃথিবী,
মায়ার বাঁধন জুড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast