www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরাই করিবে জয়

ওরাই করিবে জয়
আব্দুল কাদির মিয়া
============
ওরাই করিবে জয়
নেই যার কিছু,
তবু নাহি ভয়।
আছে এক সদ্ সত্য ইচ্ছে শক্তি-
যেন সমূলে অক্ষয়।
ওরাই করিবে জয়-
হীন গৌরবে উত্তাল তরঙ্গ আর-
বঞ্চক দানবের মুন্ড মেরে,
নিন্দার তিমির সেই-
অন্ধাকার পেরিয়ে,
নিঃস্ব ক্ষুধা ঝড় হাহাকার ঝেড়ে-
অমূল্য শিরোভূষ।
যার উদিত অরুনের ঝলক,
দীপ্ত জ্যোতি-
ভেদে,শত ধুম কালো মেঘ,
গর্জে বহে ধরনীর কানায় কানায়,
আর পৃথিবীর ক্ষুধা কান্নার-
সর্বনাশা বীজগুলো-
তাঁর উদ্যম শক্তির কম্পনে চূর্ণ সে-
ধ্বংসীত শিহরণে,
এক লুপ্ত জ্যান্ত সবল নিষ্পাপ-
শত উদ্বেলিত,
কচি মুখের উঁকি মেরে,
বেরে উঠা তাঁর দৈত্যবল দেহে বিজড়িত-
শত ফলনের ডানা মেলে-
এক শ্যামল সবুজের উদ্যান সমারোহ।
যেন স্বর্গীয় সেই লীলাভূমির শুধাপানে-
ক্ষুধার্ত হাহাকার গুলো,
চির মুক্ত,চির বদ্ধ,চির নির্ভয়।
ওরাই করিবে জয়,
নেই যার কিছু-
তবু নাহি ভয়।
আছে এক সদ্ সত্য ইচ্ছেশক্তি-
যেন,সমূলে অক্ষয়।
চাহেনা পিছু ওরা-
নাহি যায় থেমে।
অশুভ ডাকে কভু-
ধুনি নাহে ঘামে।
গতির তীক্ষ্ণতায় মরে ভয়,
তবে শ্রমের গড়নো জলে-
অনল ফুলকি তলে।
সেই মরুর পাজরে রতন-
ওরাই করিবে জয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast