www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা

হে, স্বাধীনতা
আঃ কাদির মিয়া
-----------------------
হে, স্বাধীনতা
আসবে তুমি নবীন হয়ে-
জনম জনম ধরে,
এই মাতৃ ভূমি শহিদ ছেলের-
গর্বিনী মার ঘরে।

ঐ, শুনি আজো বতাস ভরে
কুচ কাওয়াজের ধ্বনি,
যার মুখে মুখে ডান বাম ডান বাম-
বুকে স্বাধীন গুনি।

হে, স্বাধীনতা তুমি নবীনের গর্ব -
প্রবীনের তরে -
কারো চোখের জল,
এই রক্ত ঝরা শহীদ মায়ের-
ভাই হারা সব দুঃখি ভাইয়ের -
রণ দানবের শিকার জননীর,
তুমিই বাঁচার বল।

তুমি ধন্য তুমি মান্য তুমিই মুখের হাসি,
রাখবো তোমায় -
যদি, জীবন ও দিয়ে,
বুক ভরা সুখ কন্ঠে গেয়ে,
আমার সোনার বাংলা-
আমি তোমায় ভালোবাসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast