www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁধন-৬

(বেডরুম)
আদিনা:থাকো শুভ,দেখি দাঁড়ায়,তোমার জন্য আমি এই মাফ্লারটা বুনছি একটু দেখবে?Please.
শুভ:এসবের কি দরকার আছে?আদিনা ।
আদিনা:দরকার নেই মানে,এটা আমার স্মৃতি, আমি যখন চলে যাবো,তখন তুমি ওটা দেখবে ।
শুভ:তোমাকে এতো সহজে যেতে দিলে তো ।
আদিনা:মানে
শুভ:কিছু বলিনি, তুমি কানে, কম শুনেছ ।
আদিনা:হতে পারে, ইয়ারফোনে গান শুনে এসব হয়েছে
শুভ:আজ রাতে, একটা পার্টি আছে আমি সেখানে যাবো,আমার আসতে দেরি হতে পারে,তুমি খেয়ে নিও, আর তুমি মাকে বলে দিও ।
আদিনা:কিসের পার্টি?
শুভ:এক্জন অফিস client বার্থডে, আমার সাথে নীলাও যাবে ।
আদিনা:ওহ,আমি নিবেন না কেন?
শুভ:Actually তোমাকে আমি ক্লায়েন্টদের মাঝে দেখাতে চাই না,যখন তুমি থাকবে না,আমার অনেক রকম প্রশ্ন সমুখীন হতে হবে।কি দরকার শুধু শুধু ।
আদিনা সামনে দিয়ে শুভ চলে গেল,রুম থেকে,আদিনা শুভর পিছনের তাকিয়ে থাকলো ।
এই সংসার হাল ধরে ছিলাম তোমার মতো এতো কিছু আমরা পাইনি,তাও সব কিছু নিয়ে খুব সুখী ছিলাম
আদিনা:জি আচ্ছা মা
মমতাজ বেগম:ওহ বৌমা আরেকটা কথা আজ রাতের রান্না তুমি করবে,এখানে না দারিয়ে থেকে, আকাশ দেখে সময়ে নষ্ট করো না ।
আদিনা:মা,আপনার ছেলের পার্টি আছে আজ রাতে, সে খাবে না ।
মমতাজ বেগম:সে কি, তুমি আমাকে আগেই
বলোনি কেন ?
আদিনা:ভুলে গেছিলাম মা
মমতাজ বেগম:এতো বেখালি হলে, কিভাবে চলবে ।
আদিনা:মনে মনে বলছে,খালি leature দিয়ে আমার উফ্ফ খুব বিরক্ত লাগছে ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো
  • Besh valo।!
  • ডায়ালগ গুলি আমাকে দারুণ বিমোহিত করে
    যতই পড়ি ততই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি
    ......................................................................
    • ন্যান্সি দেওয়ান ০২/০৮/২০১৮
      Sune khub valo laglo.
  • ভাল।
  • আব্দুল হক ১৮/০৫/২০১৮
    বেশ!
 
Quantcast